নিজ উদ্যোগে লাল নিশান পুঁতে জনসচেতনতার উদ্যোগ
লাখাই আঞ্চলিক মহাসড়কে বিপদজনক স্থান চিহ্নিত করছেন সমাজসেবক মোতালিব
হবিগঞ্জের লাখাই আঞ্চলিক মহাসড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ছোট-বড় গর্ত আর ভাঙাচোরা অংশের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এসব বিষয়ে বারবার গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ছে না। ফলে যানবাহন ও পথচারীদের জন্য সড়কটি রীতিমতো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
এ অবস্থায় এগিয়ে এসেছেন করাব ইউনিয়নের মনতৈল গ্রামের সমাজসেবক ও বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোতালিব খান। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি শনিবার (১৩ জুলাই) সকাল থেকে নিজ উদ্যোগে ও ব্যয়ে মহাসড়কের বিভিন্ন বিপদজনক স্থানে লাল নিশান পুঁতে গর্ত চিহ্নিত করেন।
এ বিষয়ে মোতালিব খান বলেন, “আমি আমার গ্রামের একাধিক রাস্তা জনস্বার্থে নিজ উদ্যোগে সংস্কার করেছি। আঞ্চলিক মহাসড়কের অবস্থা নিয়ে একাধিকবার উপজেলা প্রশাসন ও হবিগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়ে নিজেই এই উদ্যোগ নিয়েছি।”
তিনি আরও জানান, “এই মহাসড়কের প্রতিটি গর্ত এখন দুর্ঘটনার ফাঁদ। অন্তত লাল নিশানের মাধ্যমে এগুলো চিহ্নিত করলে মানুষ সচেতন হবে, দুর্ঘটনার আশঙ্কাও কমবে।”
এ বিষয়ে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন-এর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
লাখাই উপজেলার সুশীল সমাজ ও ভুক্তভোগীরা বলেন, “এটি শুধু একটি সড়কের সমস্যা নয়, আমাদের প্রাণের নিরাপত্তার প্রশ্ন। আমরা অবিলম্বে এই মহাসড়কের বিপদজনক স্থানগুলো মেরামতের দাবি জানাচ্ছি। প্রশাসন ও সড়ক বিভাগ যেন দ্রুত ব্যবস্থা নেয়।”