লাখাইয়ে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
লাখাই থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ২টায় পুলিশের উপ-পরিদর্শক মৃদুল কুমার ভৌমিক এবং এএসআই আনোয়ারুল হক সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালান। অভিযানে লাখাই আঞ্চলিক মহাসড়কের ব্র্যাক অফিসের সামনে থেকে মোড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মোঃ ছফিল মিয়ার ছেলে শাহিদুল ইসলাম (৩২) কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়।
এ অভিযানে স্থানীয়দের মাঝে পুলিশি কার্যক্রমের প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।
ট্যাগস :