লাখাইয়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উদ্বোধন
লাখাইয়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপার ভাইজার জান্নাতুন নাহার লিজা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর শিক্ষার্থীরা সাঁতারসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি ইউএনও অনুপম দাস বলেন, “হাওর বেষ্টিত লাখাইয়ে শিক্ষার্থীরা সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে দক্ষতা অর্জন করে জেলা ও জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারে। আজকের প্রতিযোগিতার মাধ্যমে আমরা সেরাদের বাছাই করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করেছি।”