লাখাইয়ে স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী গ্রেপ্তার
হবিগঞ্জের লাখাইয়ে স্ত্রী দায়ের করা মামলায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, উপজেলার মুড়িয়াউক গ্রামের তোফাজ্জুল হোসেনের স্ত্রী সুলতানা বাদী হয়ে শনিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
ওই মামলার প্রেক্ষিতে থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম মুন্সীর নেতৃত্বে পুলিশ টিম শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালাউক বাজার থেকে তোফাজ্জুল হোসেন (৩৬)-কে গ্রেপ্তার করে। তিনি মুড়িয়াউক গ্রামের মারাজ মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিকে রবিবার আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।