লাখাইয়ে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক সভা
লাখাইয়ে “স্কুল প্রাঙ্গনে সবুজায়ন” শীর্ষক কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচি হাওর রক্ষায় আমরা (ধরা) এবং খোয়াই রিভার ওয়াটারকিপার আয়োজনে ২ সেপ্টেম্বর, মঙ্গলবার কালাউক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা গাছের গুরুত্ব এবং সংরক্ষণে যত্নশীল হওয়ার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেন। তারা বলেন, গাছ শুধু লাগালেই হবে না; সংরক্ষণ ও পরিচর্যায় মনোযোগী হতে হবে। কারণ গাছ থেকে পাওয়া অক্সিজেন গ্রহণ করে মানুষসহ সকল প্রাণীকুল বেঁচে থাকে। শিক্ষার্থীরা যারা আজ গাছের চারা রোপণ ও বীজ সংগ্রহ করেছে, ভবিষ্যতে তারা গাছ সংরক্ষণে যত্নশীল হবেন।
সভায় প্রধান অতিথি ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এবং কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেব।
ধরা জেলা শাখার নির্বাহী সদস্য মোঃ বাহার উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, গাছমামা খ্যাত পরিবেশকর্মী মোঃ রায়হান, পরিবেশকর্মী মহিউদ্দিন আহমেদ রিপন এবং মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে লাখাই প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এমএ ওয়াহেদ পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঋতু পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। অনিয়মিত বৃষ্টিপাত, অসময়ে খড়া ও ঝড়ঝঞ্জার কারণে হাওরে মাছ কমে যাচ্ছে। তাই গাছ লাগানো এবং সংরক্ষণ অত্যন্ত জরুরি।
এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল বলেন, গাছ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে, মাটির ক্ষয়রোধ করে এবং বন্যা ও প্রাকৃতিক দূর্যোগ থেকে আমাদের রক্ষা করে। শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সক্রিয় থাকার আহবান জানান তিনি।
সভাপতি তাহমিনা বেগম গিনি শিক্ষার্থীদের স্বাস্থ্যকর সমাজের জন্য গাছ সংরক্ষণে গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে বজ্রপাত থেকে রক্ষা পেতে তালের চারা, তালের বীজসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ রোপণ করা হয়। এছাড়া তিন শতাধিক তালের বীজ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।