লাখাইয়ে সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের চেক বিতরণ অনুষ্ঠান
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (PBGSI) স্কিমের আওতায় লাখাইয়ে ২০ জন সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর মাঝে ৫ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়েছে।
৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম আলম সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার লিজা। এছাড়াও শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি অনুপম দাস অনুপ ও অতিথিবৃন্দ ২০ জন শিক্ষার্থীর হাতে ৫ হাজার টাকা করে চেক তুলে দেন। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পেল এবং তাদের শিক্ষা বিষয়ে উৎসাহিত হওয়ার সুযোগ সৃষ্টি হলো।