লাখাইয়ে সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত ও ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের শালদিঘা পাউন্না সড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে আসা একটি সিএনজি অটোরিকশা ও লাখাই থেকে ছেড়ে আসা আরেকটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং চারজন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার সংবাদ পেয়ে লাখাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী জানান, “সংবাদ পেয়ে আমার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।”
স্থানীয়দের সঙ্গে আলাপকালে জানা যায়, সংঘর্ষের পরপরই সিএনজি অটোরিকশার চালক পালিয়ে যান। দুর্ঘটনার শিকার সিএনজি অটোরিকশাগুলোর রেজিস্ট্রেশন নম্বর হলো হবিগঞ্জ থ ১১-৮৮৫৪ এবং হবিগঞ্জ থ ১১-৪৩৯৩। একটি সিএনজি সড়কে থাকলেও অপরটি সড়ক থেকে কিছুটা দূরে পড়ে ছিল।
পরে লাখাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে জানিয়েছেন ওসি মোঃ বন্দে আলী।
উল্লেখ্য, এই অঞ্চলে সড়ক দুর্ঘটনা প্রতিনিয়ত বেড়ে চলেছে, যা স্থানীয়দের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় জনগণ।