লাখাইয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু
হবিগঞ্জের লাখাই উপজেলায় সাপের কামড়ে চাঁদনী (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টার দিকে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল মিয়ার মেয়ে চাঁদনী সকালে ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে চিৎকার করে উঠলে তার মা গুলবাহার ছুটে এসে মেয়ের কান্নার কারণ জিজ্ঞাসা করেন। শিশুটি কিছুই বলতে না পারলেও মা দেখতে পান মেয়ের পা থেকে রক্ত ঝরছে। পরে তিনি মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে বাড়ির বাইরে দূরবর্তী স্থানে যান।
দুপুরের দিকে চাঁদনী আবারও তীব্রভাবে কাঁদতে শুরু করলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে হবিগঞ্জ আধুনিক জেলা হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক চাঁদনীকে মৃত ঘোষণা করেন।
পরিবার ও স্থানীয়রা ধারণা করছেন, ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়েই শিশুটির মৃত্যু হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।