লাখাইয়ে সরকারি চাকরিজীবী বিএনপি উপদেষ্টা কমিটিতে! এলাকায় তোলপাড়
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় সরকারি চাকরিজীবী হয়ে রাজনৈতিক দলে জড়িত থাকার অভিযোগ ঘিরে তোলপাড় চলছে। জানা গেছে, উপজেলার ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সহকারী স্বাস্থ্য পরিদর্শক কামাল হোসেনকে উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য করা হয়েছে।
কামাল হোসেন বর্তমানে মুড়িয়াউক ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বামৈ ইউনিয়নে অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। সম্প্রতি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তালিকায় দেখা যায়, তিনি উপজেলা বিএনপি উপদেষ্টা কমিটিতে ৯নং সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
লাখাই উপজেলা বিএনপির সহসভাপতি শেখ মো. ফরিদ বলেন, “কামাল হোসেনকে উপদেষ্টা কমিটির সদস্য করা হয়েছে, তবে এটি এখনও চূড়ান্ত কমিটি নয়।”
অন্যদিকে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ আলম গোলাপ দাবি করেন, “কামাল হোসেনকে অবহিত করেই কমিটিতে রাখা হয়েছে।”
তবে এ বিষয়ে নিজ অবস্থান পরিষ্কার করে কামাল হোসেন বলেন, “আমাকে প্রথমে না জানিয়েই কমিটিতে নাম দেওয়া হয়। পরে আমি দায়িত্বপ্রাপ্তদের জানিয়েছি যে সরকারি চাকরিজীবী রাজনৈতিক কমিটিতে থাকতে পারেন না। তাই আমি নিজেই না করে দিয়েছি।”
এ ঘটনায় প্রশাসনিক দিক থেকেও প্রতিক্রিয়া পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন বলেন, “আমি বিষয়টি আপনার কাছ থেকেই শুনলাম। অভিযোগ সত্য প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বলেন, “সরকারি চাকরিজীবীরা কোনো রাজনৈতিক কমিটিতে থাকতে পারেন না। সহকারী স্বাস্থ্য পরিদর্শক কামাল হোসেনের বিষয়ে সত্যতা পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি লাখাই উপজেলা ও হবিগঞ্জ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সরকারি চাকরিজীবী হয়ে রাজনৈতিক দলে নাম আসায় প্রশাসনিক পদক্ষেপের দাবি উঠেছে।