লাখাইয়ে সরকারি খাল ভরাট করে দখলের অভিযোগ
লাখাই উপজেলার মোড়াকরি থেকে কৃষ্ণপুর সড়কের পাশের সরকারি খাল ভরাট করে দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামের ফকির চাঁন মিয়ার পুত্র নুরধন মিয়া, মন্নান মিয়া, নুরজামাল মিয়া এবং দোলন মিয়ার পুত্র ধলাই মিয়া খালের ভূমি নিজেদের জমির সঙ্গে একীভূত করতে সরকারি খাল থেকে এক্সেভেটর দ্বারা মাটি কেটে এনে খাল ভরাট করছেন।
এর ফলে সরকারি মালিকানাধীন খাল বেদখল হওয়ার পাশাপাশি পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুরো উপজেলায় ফসলি জমির মাটি কাটার প্রবণতা বেড়েছে, যা পরিবেশ ও কৃষি ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাশ অনুপ জানান, তিনি ঘটনাটি অবগত হয়ে সংশ্লিষ্ট তহশিলদারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে বামৈ ভূমি অফিসের অফিস সহায়ক জামাল মিয়া জানান, ইউএনও স্যারের নির্দেশ পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তবে অভিযুক্তরা তার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। বর্তমানে মাটি কাটার কার্যক্রম বন্ধ রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
স্থানীয়রা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, যেন এ ধরনের অবৈধ দখল ও মাটি কাটার প্রবণতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়।