লাখাইয়ে সফিক খুনের মামলার আসামী ভোলাগঞ্জ থেকে গ্রেপ্তার
লাখাই উপজেলার আলোচিত সফিক হত্যা মামলার প্রধান আসামী কালন মিয়া (৫৫) সিলেটের কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে কালন মিয়াকে গ্রেপ্তার করতে র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ সিপিবি-৩ এর সহযোগিতায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হয়। লাখাই থানার পুলিশের উপপরিদর্শক ময়নাল হোসেন খান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে ভোলাগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীকে মঙ্গলবার হবিগঞ্জ জেলা সদর থেকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।