লাখাইয়ে র্যাব-পুলিশের যৌথ অভিযানে ধর্ষক ও সাজাপ্রাপ্তসহ ৩ জন গ্রেপ্তার
লাখাইয়ে র্যাব ও পুলিশ যৌথ পৃথক অভিযানে ধর্ষক ও সাজাপ্রাপ্তসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন ধর্ষক জুনায়েদ, সাজাপ্রাপ্ত আব্দুল মন্নান (৬০) এবং পলাতক জুয়েল মিয়া (২৫)।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী জানান, ফুলবাড়িয়া গ্রামের নারী শিশু নির্যাতন মামলার মৃত সফর উদীনের ছেলে জুনায়েদকে হবিগঞ্জ র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ সিপিসি-৩ এবং ঢাকা লালবাগ থানার পুলিশের সহযোগিতায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় লালবাগ শ্মশানঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
একই দিনে বিকেলে পুলিশের পৃথক অভিযানে বামৈ মারুগাছের মৃত আলফু মিয়ার ছেলে আব্দুল মন্নান এবং বামৈ গ্রামের পলাতক আসামী মোঃ জুয়েলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের শুক্রবার (২২ আগস্ট) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।