লাখাইয়ে রোপা আমনের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক
হবিগঞ্জের লাখাই উপজেলায় রোপা আমন ধানের মৌসুম সামনে রেখে বীজতলা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলতি মৌসুমে ৫ হাজার ৭৮০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা কৃষি বিভাগ। সেই অনুযায়ী বীজতলা তৈরির কাজ পুরোদমে এগিয়ে চলছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোপা আমনের বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৭৯.২ হেক্টর জমিতে। এর মধ্যে হাইব্রিড জাতের জন্য ১.২ হেক্টর এবং উফশী জাতের জন্য ৪৭৮ হেক্টর জমিতে বীজতলা তৈরি হচ্ছে।
কৃষি বিভাগ জানায়, সাম্প্রতিক বছরগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়া এবং বর্ষা মৌসুম সময়মতো না আসায় বোনা আমনের আবাদ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। ফলে রোপা আমনের আবাদ বৃদ্ধি পেয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম বলেন, “চলতি বছর লাখাই উপজেলায় রোপা আমন আবাদে পূর্বের তুলনায় বেশি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের আমন জাত নির্বাচন, বীজতলার পরিচর্যা এবং পরবর্তী সময়ে সরিষা আবাদে উৎসাহিত করতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন আবাদ হবে বলে আমরা আশাবাদী।”