লাখাইয়ে মোবাইল কোর্টে দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা
লাখাই উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা।
সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের অভ্যন্তরে অবৈধভাবে সরকারি জমি থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) এর ৪(খ) ধারা অনুযায়ী দুই ব্যক্তিকে জরিমানা করেন। অভিযুক্তরা হলেন বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের হাজী বাবু মিয়ার ছেলে সেলিম মিয়া এবং হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া গ্রামের আসকির মিয়ার ছেলে মো. রুবেল মিয়া।
আদালত ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাদের ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন লাখাই থানার উপপরিদর্শক আক্তারুজ্জামান, এএসআই আনোয়ারুল হক এবং একদল পুলিশ। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা মেহেদী ইসলাম রনি এ সময় উপস্থিত ছিলেন।