লাখাইয়ে মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ সচিবের বিরুদ্ধে হয়রানির অভিযোগ
হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের সচিব আইনুল হকের বিরুদ্ধে হয়রানি ও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। সচিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগীরা তার সৃষ্ট বিড়ম্বনা থেকে মুক্তি চেয়েছেন।
১২ জানুয়ারি, রোববার, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার বরাবর এ অভিযোগ দাখিল করেন মোঃ সাইফুল ইসলাম ও মোঃ রিমন মিয়া।
লিখিত অভিযোগে জানানো হয়, মোঃ সাইফুল ইসলাম তার সন্তানের জন্ম নিবন্ধনের জন্য স্ত্রী’র নিবন্ধন সংশোধন এবং ইংরেজি করণে সচিবের দ্বারস্থ হন। একইভাবে, মোঃ রিমন মিয়া তার বোনের জন্ম নিবন্ধন সংশোধনের জন্য সচিবের সঙ্গে যোগাযোগ করেন। তবে, তারা অভিযোগ করেন, গত ১৫ দিন ধরে “পরে আসুন” কিংবা “কাল আসুন” বলে সচিব কাজ সম্পন্ন করেননি।
গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার, অফিসে সচিবকে না পেয়ে প্রায় ২০০ বার ফোন করলে সচিব রিসিভ করেন এবং রোববার আসতে বলেন। তবে, রোববার অফিসে এসে তারা সচিবকে পুনরায় অনুপস্থিত পান। স্থানীয় সেবা গ্রহীতাদের মধ্যে এ নিয়ে চরম হতাশা ও ক্ষোভ দেখা দেয়।
মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান মিয়া জানান, “মাসিক সভায় সচিবকে নির্দেশ দিয়েছি পেন্ডিং কাজ দ্রুত সম্পন্ন করতে এবং নতুন কাজ যথাসময়ে শেষ করতে। তবে, আজ রোববার তিনি অসুস্থ থাকায় অফিসে আসেননি।”
সচিব আইনুল হকের মোবাইল নম্বর ০১৭৩১৪৮……….. ও ০১৬০১৪৮………..২ তে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বলেন, “ইতিপূর্বে শোকজ করেও কোনো ফল পাইনি। এবার তদন্তকারী কর্মকর্তা দিয়ে বিষয়টি তদন্ত করানো হবে। অভিযোগ প্রমাণিত হলে সচিবের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।”
ভুক্তভোগীরা দ্রুত এ সমস্যার সমাধান চেয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।