লাখাইয়ে বুল্লা বাজারে যানজট নিরসনে ও বাজার মনিটরিং সভা
লাখাইয়ে স্থানীয় বুল্লা বাজারে যানজট নিরসন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং মজুদদারি রোধে এক সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং উপলক্ষে আয়োজিত সভাটি শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় বুল্লাবাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যকস) সভাপতি আশিক আহমেদ রাজিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী, বিশেষ অতিথি ছিলেন থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম।
সভায় বুল্লাবাজারের ইজারাদার, বিভিন্ন পরিবহন প্রতিনিধি, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ অংশ নেন।
বক্তারা বলেন, লাখাইয়ের ক্রমবর্ধিষ্ণু বুল্লাবাজারে যানজট প্রকট আকার ধারণ করেছে। আসন্ন মাহে রমজান মাসে এ যানজট আরও তীব্র হতে পারে। তাই যানজট নিরসনে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। এছাড়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধে নিয়মিত বাজার মনিটরিং ও প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করার আহ্বান জানান তারা।
সভায় বক্তারা আরও বলেন, খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয় এবং চলাচলের রাস্তা বন্ধ করে দোকান বসানো রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা দরকার। এক্ষেত্রে ব্যবসায়ী কল্যাণ সমিতি, ইজারাদার এবং পরিবহন সেক্টরের প্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
প্রধান অতিথির বক্তব্যে ওসি বন্দে আলী বলেন, সংশ্লিষ্ট সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যানজট নিরসন ও দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে কাজ করতে হবে। যদি এ বিষয়ে কোনো ব্যত্যয় ঘটে, তাহলে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসন কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে।