লাখাইয়ে বিনামূল্যে বিতরণকৃত সার পাচারের অভিযোগে তদন্ত শুরু
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় সরকারি বিনামূল্যে বিতরণকৃত সার পাচারের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তাকে শোকজ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. শাহাদুল ইসলাম জানান, কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত সার পাচারের অভিযোগ ওঠায় উপজেলা উদ্ভিদ সংরক্ষণবিদ জ্যোতিলালকে প্রথমে শোকজ করা হয়েছিল। কিন্তু তাঁর জবাব সন্তোষজনক না হওয়ায় হবিগঞ্জ কৃষি বিভাগের উপপরিচালক আকতারুজ্জামানের সঙ্গে আলোচনা করে তদন্ত কমিটি গঠন করা হয়।
উপপরিচালক আকতারুজ্জামান বলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা জ্যোতিলাল বলেন, “আমাকে সার পাচারের ঘটনায় শোকজ করা হয়েছিল এবং আমি তার জবাব দিয়েছি। পরবর্তীতে কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে।”
প্রসঙ্গত, গত ১৩ আগস্ট ফ্রিফ কৃষক গ্রুপের বিনামূল্যে বিতরণকৃত ২৫ বস্তা ভার্মি কম্পোস্ট সার স্থানীয় বুল্লা বাজারে একটি সার-বীজ-ওষুধের দোকানে পাচারের চেষ্টা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সার জব্দ করেন। পরে স্থানীয় দুই ব্যক্তির জিম্মায় ডিলারের দোকানে রেখে দেন এবং নির্দেশ দেন, পরবর্তী ব্যবস্থা না নেয়া পর্যন্ত সার যেন একই অবস্থায় থাকে।
এ ঘটনায় উপজেলার সর্বত্র তোলপাড় শুরু হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নানা গুঞ্জন চলছে।