লাখাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু
হবিগঞ্জের লাখাই উপজেলায় ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল মিয়া (৪২) নামে এক চালকের মৃত্যু হয়েছে। রোববার (১৮ মে) দুপুর ৩টার দিকে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল মিয়া ওই গ্রামের মৃত কুতুব আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জামাল মিয়া একই গ্রামের আলী হোসেন মিয়ার গ্যারেজে তার ইজিবাইক চার্জ দিতে যান। এ সময় অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, “নিহতের পরিবার ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছে, তাদের কারো প্রতি কোনো অভিযোগ নেই। তাই আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”
এদিকে বিদ্যুৎ নিরাপত্তা বিষয়ক প্রশ্নে পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) লাখাই জোনাল অফিসের ডিজিএম সুমন সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ঘটনার বিষয়ে আমার কিছু জানা নেই।”
এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, ইজিবাইক চার্জিংয়ের স্থানে নিরাপত্তার ঘাটতি ছিল। বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা, তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে।