লাখাইয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
লাখাই উপজেলার ৫ নং করাব ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় সিংহ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোতালেব খান।
সভায় সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম শাফি এবং সঞ্চালনায় ছিলেন লাখাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন ছাত্রদল নেতা এস. এম. জুবায়ের আহমেদ।
আলোচনায় আরও অংশ নেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মালু, করাব ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ আহমেদ বাবুল, সিনিয়র সহ-সভাপতি আলহাজ ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মহিবুল হাসান, মোড়াকরি ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হাসান ও সাবেক আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিয়া মোহাম্মদ লায়েছ, করাব ইউনিয়ন যুবদলের সভাপতি মোসাউল আলম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আ. শহীদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের অধিকার আদায়ে সুসংগঠিতভাবে কাজ করে যাচ্ছে। তারা জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকারাবদ্ধ বলেও জানান।
সভায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।