লাখাইয়ে ফুলবাড়িয়া গ্রামে আবারও খরের স্তূপে আগুন, পূর্ব শত্রুতার অভিযোগ
হবিগঞ্জের লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে খরের স্তূপে আবারও আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী আবুল কালাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ এপ্রিল) দিবাগত গভীর রাতে মোড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের আবুল কালামের বসতঘরের উত্তরে অবস্থিত খরের স্তূপে হঠাৎ আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা দেখে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আবুল কালাম অভিযোগ করে বলেন, “ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। এই সুযোগে প্রতিপক্ষের লোকজন খরের স্তূপে আগুন দিয়েছে। এর আগেও তারা একই ধরনের ঘটনা ঘটিয়েছে।”
তিনি আরও জানান, গ্রামের জানে আলম গংদের সঙ্গে পূর্ব থেকে বিরোধ ও মামলা চলমান রয়েছে। আগুন দেয়ার ঘটনায় তিনি লাখাই থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খরের স্তূপ পুড়তে দেখেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী জানান, “ঘটনার খবর পেয়ে এএসআই খায়রুল ইসলামসহ পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”