লাখাইয়ে পৃথক পুলিশ অভিযানে গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ৫
লাখাই থানা পুলিশের পৃথক অভিযানে ৯০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ একজন গাঁজা ব্যবসায়ী এবং নিয়মিত মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে উপ-পরিদর্শক (এসআই) জালাল আহমেদের নেতৃত্বে করাব গ্রামে অভিযান চালিয়ে মো. মহিদ মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৩)-এর কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
একই রাতে এসআই আক্তারুজ্জামানের নেতৃত্বে অপর একটি অভিযানে বামৈ পশ্চিম (ভেলু নগর) গ্রামে অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি সোহেল মিয়া (২৪), হারুন মিয়া (৫০), বিল্লাল মিয়া (৪০) ও হাদিস মিয়া (৩৫)-কে গ্রেপ্তার করা হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমগীর হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অন্য আসামিদের বিরুদ্ধে বিভিন্ন নিয়মিত মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের হবিগঞ্জ জেলা সদর আদালতে সোপর্দ করা হয়েছে।