লাখাইয়ে পৃথক অভিযানে ডাকাতি মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় পৃথক অভিযানে ডাকাতি ও মাদক মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন– মোড়াকরি এলাকার ডাকাতি প্রস্তুতি মামলার ৩ নম্বর আসামি খেলু মিয়ার ছেলে আমিনুল ইসলাম (৪১) এবং মাদক মামলার পলাতক আসামি আব্দুল খালেকের ছেলে আবু কালাম (৩৮)।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, রোববার দিবাগত রাতে মোড়াকরি এলাকায় ডাকাতির প্রস্তুতির মামলায় আসামি আমিনুল ইসলামকে তার নিজ বাড়ি বামৈ গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেন থানার উপপরিদর্শক (এসআই) আকতারুজ্জামান ও এএসআই আনোয়ারুল হকসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
অপরদিকে, একই রাতে পুলিশের উপপরিদর্শক শুভ বণিক ও এএসআই আনোয়ারুল হক মোড়াকরি গ্রামে পৃথক একটি অভিযানে মাদক মামলার পলাতক আসামি আবু কালামকে তার বাড়ির আঙিনা থেকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতদের সোমবার (২০ মে) হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মো. বন্দে আলী।