লাখাইয়ে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবা উদ্ধার, টমটম চুরির মামলার ৩ আসামি গ্রেপ্তার
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধারসহ টমটম চুরির মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (গতকাল) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—পূর্ব বুল্লা গ্রামের মাজু মিয়ার ছেলে আলজার হোসেন, বামৈ পশ্চিম গ্রামের আবুল কালাম চৌধুরীর ছেলে আব্দুল বাদশা চৌধুরী এবং বামৈ মারুগাছ গ্রামের আতাউর রহমান ওরফে সুরে রহমানের ছেলে তোফায়েল (৩৪), যিনি বামৈ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির ছেলে বলে জানা গেছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ এর একটি টিম পূর্ব বুল্লা গ্রামে অভিযান চালিয়ে আলজার হোসেনের বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে এবং তাকে আটক করে। পরে তাকে লাখাই থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।
একই দিনে পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রনয় কুমার সরকারের নেতৃত্বে একটি দল বামৈ পশ্চিম গ্রামে অভিযান চালিয়ে আব্দুল বাদশা চৌধুরীর হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করে মাদক আইনে মামলা দায়ের করা হয়।
অপরদিকে, এসআই আকতারুজ্জামানের নেতৃত্বে আরেকটি টিম বামৈ মারুগাছ গ্রামে অভিযান চালিয়ে তোফায়েলকে টমটম চুরির একটি মামলায় গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত তিন আসামিকে রোববার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।