লাখাইয়ে পুলিশের সাড়াশি অভিযানে এক গ্রামের ৬ আসামি গ্রেপ্তার
হবিগঞ্জের লাখাই থানার পুলিশের সাড়াশি অভিযানে এক গ্রামের ৬ আসামি গ্রেপ্তার হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে লাখাই থানার উপপরিদর্শক আকতারুজ্জামান, প্রণয় কুমার সরকার, বিপুল চন্দ্র দেবনাথ, মানিক সাহা, ময়নাল হোসেন খান, এএসআই ফিরোজ আলম, শামীম নুর ও আব্দুস ছালাম সঙ্গীয় ফোর্স নিয়ে মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা গ্রামে অভিযান চালান।
অভিযানে গ্রেপ্তার হন, মৃত রওশন আলীর ছেলে আব্দুল হাকিম (৫২), নিধন মিয়ার ছেলে নিয়ামত আলী (৪৭), মৃত সামছুল মিয়ার ছেলে মিজান মিয়া, আসাব আলীর ছেলে জুয়েল মিয়া, মৃত আলী হোসেনের ছেলে সারাজ মিয়া, আবু কালামের ছেলে উজ্জ্বল মিয়া (৪৮)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন “গ্রেপ্তারকৃত আসামিদের শুক্রবার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।”