লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে অপহরণ মামলার আসামি সহ ২ জন গ্রেপ্তার
হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের পৃথক অভিযানে অপহরণ মামলার প্রধান আসামি সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত ভোর রাত ও রাতে দুটি পৃথক স্থানে এ অভিযান চালানো হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) প্রনয় কুমার সরকার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। এতে হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামের মৃত মোঃ তাজ উদ্দীনের ছেলে এবং অপহরণ মামলার প্রধান আসামি সজল মিয়া (২৮) কে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, একই রাতে লাখাই থানার এএসআই ফিরুজ আলম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা গ্রামে অভিযান চালান। এসময় স্থানীয় লাল মিয়ার ছেলে বকুল মিয়া কে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।