লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে পলাতকসহ গ্রেপ্তার ২
লাখাই থানা পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতে এসব অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—গুনিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. মনসুর মিয়া এবং কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার খান ঠাকুরপু দীঘিরপাড় গ্রামের আব্বাস মিয়ার ছেলে মো. আমিন মিয়া।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, উপ-পরিদর্শক (এসআই) মানিক সাহা ও এএসআই আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে গুনিপুর গ্রামে অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি মনসুর মিয়াকে গ্রেপ্তার করেন।
অন্যদিকে, একই রাতে লাখাইয়ের বামৈ পশ্চিম হাজী আলাউদ্দিন মার্কেটের পাহারাদার রাত ৩টার দিকে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে এএসআই আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে আমিন মিয়াকে আটক করেন। পরে তাকে দণ্ডবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তারকৃতদের শুক্রবার (২৫ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।