লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার
হবিগঞ্জের লাখাই থানা পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন-কাঠাইয়া গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে নুরুজ্জামান খান, মীরপুর গ্রামের মৃত মোতালিব মিয়ার ছেলে সালাহ উদ্দিন এবং চিকনপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে রকিব মিয়া।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল পর্যন্ত উপপরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দেবনাথ ও এসআই সুদেবের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে তিনজনকেই হবিগঞ্জ জেলা সদর আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল এবং তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
ট্যাগস :