লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে খুনের আসামিসহ গ্রেপ্তার ৩
হবিগঞ্জের লাখাই উপজেলায় পৃথক অভিযানে খুন, ডাকাতি ও চুরির মামলায় অভিযুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে লাখাই থানার ওসি মো. বন্দে আলীর নির্দেশনায় একাধিক পুলিশ দল অভিযান চালায়। অভিযানে খুনের মামলার আসামি জিরুন্ডা গ্রামের মোজাহিদ মিয়া (৩২), কুখ্যাত ডাকাত স্বজনগ্রামের জালাল মিয়া (৪৩) এবং একই গ্রামের পরোয়ানাভুক্ত আসামি স্বপন মিয়া (২৪) কে গ্রেপ্তার করা হয়।
প্রথম অভিযানে উপপরিদর্শক প্রণয় কুমার সরকার ও তার সঙ্গীয় ফোর্স জিরুন্ডা গ্রামে অভিযান চালিয়ে মোজাহিদ মিয়াকে গ্রেপ্তার করেন। তিনি বাচ্চু মিয়ার ছেলে এবং একটি খুনের মামলার মূল আসামি।
অপর অভিযানে উপপরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ, এএসআই জামাল ও ফিরোজের নেতৃত্বে স্বজনগ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় গরু চুরি মামলার পলাতক আসামি এবং কুখ্যাত ডাকাত জালাল মিয়া ও পরোয়ানাভুক্ত আসামি স্বপন মিয়াকে।
লাখাই থানার ওসি মো. বন্দে আলী জানান, “জালাল মিয়ার বিরুদ্ধে ডাকাতি ও চুরিসহ ১০টির অধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত তিন আসামিকে বুধবার হবিগঞ্জ জেলা সদরের আদালতে পাঠানো হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই এ তিনজন এলাকায় আতঙ্ক সৃষ্টি করে চলছিল। পুলিশ তাদের গ্রেপ্তার করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।