লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে নারী নির্যাতন মামলার আসামীসহ গ্রেপ্তার ৩
লাখাই উপজেলায় পুলিশের পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন – মুড়িয়াউক গ্রামের ছোরাব মিয়ার ছেলে লাদেন মিয়া (২৫), মোড়াকরি গ্রামের জানু মিয়ার ছেলে ফাইজুল (২২) এবং হেলারকান্দি গ্রামের ধীরেন্দ্র চৌধুরীর ছেলে দীমান চন্দ্র চৌধুরী।
থানা সূত্রে জানা যায়, লাখাই থানার উপপরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দেবনাথ ও এএসআই আবেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে মশাদিয়া গ্রামে অভিযান চালিয়ে নারী নির্যাতন মামলার পলাতক আসামী লাদেন মিয়াকে গ্রেপ্তার করেন।
অন্যদিকে, উপপরিদর্শক জামাল হোসেন সরকার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ফুলবাড়িয়া বাজার এলাকায় রাত্রীকালীন টহলে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িয়া গ্রামের হেলাল মিয়ার বাড়ির সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ফাইজুলকে জিজ্ঞাসাবাদ করেন। সঠিক উত্তর দিতে না পারায় তাকে দণ্ডবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।
এছাড়াও, আদালতের এক সাক্ষীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় হেলারকান্দি গ্রামের ধীরেন্দ্র চৌধুরীর ছেলে দীমান চন্দ্র চৌধুরীকেও এএসআই আবেদ আলী গ্রেপ্তার করেন।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের রবিবার (৬ এপ্রিল) হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।