লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার
হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার এক আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—সাদ্দাম মিয়া (২৯), আরমান মিয়া (২২), রাসেল মিয়া (২৮) ও আলাউদ্দিন (৩২)।
থানার উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে মোড়াকরি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি পদপ্রার্থী আসাই মিয়ার ছেলে ও নিয়মিত মামলার আসামি সাদ্দাম মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।
অন্যদিকে, লাখাই উপজেলার স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের এসআই ফারুক মিয়া সঙ্গীয় ফোর্সসহ শনিবার দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে রমিজ মিয়ার ছেলে আরমান মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
এছাড়া শুক্রবার দিবাগত রাতে বামৈ তিনপুল এলাকায় রাত্রিকালীন টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান এএসআই জামাল মিয়া। অভিযানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন হবিগঞ্জ সদর থানাধীন মোহনপুর আবাসিক এলাকার আরজু মিয়ার ছেলে রাসেল মিয়া ও মাছুলিয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে আলাউদ্দিন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে একেক সময় একেক রকম কথা বলেন। এতে তাদের কার্যকলাপে সন্দেহ হলে দণ্ডবিধির ১৫১ ধারায় আটক করে থানায় নেওয়া হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, “গ্রেপ্তারকৃতদের শনিবার হবিগঞ্জ জেলা সদরের আদালতে প্রেরণ করা হয়েছে।”