লাখাইয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
হবিগঞ্জের লাখাই উপজেলায় পৃথক দুটি অভিযানে ইয়াবা কারবারি ও দাঙ্গা সৃষ্টির আশঙ্কায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে লাখাই থানার উপপরিদর্শক (এসআই) আকতারুজ্জামান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ারুল হকের নেতৃত্বে একদল পুলিশ মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা গ্রামের টমটম স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। সেখানে আলী মোল্লার ছেলে শাহজাহান মোল্লা (৫৩) এর কাছ থেকে ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
অপরদিকে শুক্রবার (১৭ মে) দুপুরে করাব গ্রামে দাঙ্গার আশঙ্কায় অভিযান চালায় এসআই শুভ বণিক। সেখানে মৃত জয়নাল মিয়ার ছেলে সাহাব উদ্দীন (২৪) কে দাঙ্গা প্রতিরোধে পুলিশ আইন ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী জানান, “আমার দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর অভিযানে সম্ভাব্য দাঙ্গা প্রতিরোধে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।”