লাখাইয়ে পুলিশের অভিযানে চোরাই মাল উদ্ধারসহ আসামী গ্রেপ্তার
লাখাই থানা পুলিশের অভিযানে চোরাই মাল উদ্ধারসহ এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। থানার সূত্রে জানা যায়, জিরুন্ডা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে লাউছ মিয়া জিরুন্ডা শাপলা খালী ব্রিজের দক্ষিণ পাশ থেকে বাদীর সেলু মেশিন চুরির ঘটনায় অভিযুক্ত হন। বাদী থানায় মামলা দায়ের করেন, যেখানে লাউছ মিয়ার নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা আসামিদের কথা উল্লেখ করা হয়।
মামলার প্রেক্ষিতে লাখাই থানা পুলিশের উপপরিদর্শক প্রনয় কুমার সরকার সঙ্গীয় পুলিশ ফোর্সসহ বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামের মৃত মলাই মিয়ার ছেলে লিটন মিয়া (৪১)-এর বাড়িতে অভিযান চালান। অভিযানে আসামির বসতঘর থেকে চোরাই মাল উদ্ধারসহ আসামীকে গ্রেপ্তার করা হয় এবং থানায় নিয়ে আসা হয়। উদ্ধারকৃত চোরাই সেলু মেশিনের মূল্য ৬০ হাজার টাকা এবং সেলু মেশিন বহনকারী একটি ভ্যানগাড়ির মূল্য ১০ হাজার টাকা।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি আসামী গ্রেপ্তার ও চোরাই মাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামীকে শুক্রবার (৭ মার্চ) হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।