লাখাইয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে লাখাই উপজেলার স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ফারুক মিয়া ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ টাউনশিপ এলাকার সুতাং নদীর শিবপুর খেয়াঘাটে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আদমপুর নয়াহাটি এলাকার মৃত নবী হোসেনের ছেলে মেরাজ আলী (২৫) এবং একই উপজেলার বড়াই কান্দী গ্রামের মহসিন মিয়ার ছেলে সিরাজুল ইসলাম।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে হবিগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের এই অভিযানের ফলে এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।