লাখাইয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ আসামি গ্রেপ্তার
হবিগঞ্জের লাখাই থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ সফি রহমান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী জানান,
গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) প্রণয় কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা গ্রামের টমটম স্ট্যান্ডসংলগ্ন এলাকায় অভিযান চালান। অভিযানে সফি রহমানের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে থানায় এনে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) তাকে হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি বন্দে আলী।
ট্যাগস :