লাখাইয়ে নবাগত ইউএনওকে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
লাখাই উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাশ অনুপকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা অফিসার্স ক্লাবের নেতৃবৃন্দ।
সোমবার (তারিখ উল্লেখ করুন) বেলা ১১টার দিকে ইউএনও কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এহতেশামুল হক, সমাজসেবা কর্মকর্তা শিবলী জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মুহিতুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম রাকিব, প্রাণিসম্পদ কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিশু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন, ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান, পজিব কর্মকর্তা কে এম মো. আব্দুস সাহেদ, সমবায় কর্মকর্তা রুপালি রানীপাল, আনসার ভিডিপি কর্মকর্তা মো. আব্দুল মোতালেব, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার লিজা এবং বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
পরে নবাগত ইউএনও উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং সেবামূলক কার্যক্রম নিয়ে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সবার সহযোগিতা কামনা করে প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।