লাখাইয়ে ধসে পড়া ব্রিজ পুনঃনির্মাণ না হওয়ায় ৮ গ্রামের ভোগান্তি
লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের উত্তর পাশে অবস্থিত একটি ব্রিজ ২০২২ সালে বন্যার স্রোতে ধসে পড়েছে, যার ফলে ৮টি গ্রামের মানুষ বর্তমানে চরম ভোগান্তিতে রয়েছেন। এই ব্রিজটি ছিল মোড়াকরি বাজার এবং মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজের একমাত্র সড়ক সংযোগ। তবে দীর্ঘ ২ বছরেরও বেশি সময় পার হলেও ব্রিজটি পুনঃনির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ব্রিজটি ধসে পড়ার পর থেকে জিরুন্ড, মানপুর, বামৈ ফুলবাড়িয়া, লখনাউক, কাসিমপুরসহ কয়েকটি গ্রামবাসী দুর্ভোগে পড়েছেন। বিশেষত, মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা নিয়মিত যাতায়াতের জন্য একমাত্র এ সড়কটি ব্যবহার করতেন, কিন্তু ব্রিজটি ধ্বসে যাওয়ার পর এই রাস্তা দিয়ে চলাচল একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।
স্থানীয় ব্যবসায়ী মাহফুজুর রহমান বলেন, “ব্রিজটি ধ্বসে যাওয়ার পর আমাদের গ্রামবাসী সঠিকভাবে চলাচল করতে পারছেন না। এই ব্রিজের উপর দিয়ে আমাদের অনেক মানুষ হালচাষের জন্য গরু ও বাছুর নিয়ে যাতায়াত করতেন, কিন্তু এখন তাদের জন্যও এটি অসম্ভব হয়ে পড়েছে।”
এ বিষয়ে উপজেলা স্থানীয় সরকারের প্রকৌশলী এহতেশামুল হক বলেন, “আমি নতুন এখানে যোগদান করেছি, এবং পরিস্থিতি কিছুটা ভিন্ন থাকায় বর্তমানে কিছু সমস্যা তৈরি হয়েছে। তবে আমি আশা করছি, খুব শিগগিরই ঢাকা হেড অফিস থেকে বরাদ্দ নিয়ে ব্রিজ এবং রাস্তা পুনঃনির্মাণের ব্যবস্থা করা হবে।”
মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল বলেন, “২০২২ সালের বন্যায় ব্রিজটি ধ্বসে যাওয়ার পর থেকে আমরা বার বার উপজেলা পরিষদে বিষয়টি তুলে ধরেছি, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। আমি আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি যে, দ্রুত এই ব্রিজ এবং রাস্তা পুনঃনির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে আমাদের জনগণের দুর্ভোগ লাঘব হয়।”
এমন পরিস্থিতিতে, স্থানীয় জনগণ আশা করছেন দ্রুততম সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সমস্যার সমাধান করবে এবং তাদের যাতায়াতের সমস্যাগুলো দূর করবে।