লাখাইয়ে দিনব্যাপী বুনিয়াদি গ্রাম পুলিশ বাহিনীর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
লাখাইয়ে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে লাখাই থানার অভ্যন্তরে এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী এবং পুলিশের অন্যান্য উপ-পরিদর্শকবৃন্দ এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) তত্ত্বাবধানে এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে এই কর্মশালা আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণে লাখাই উপজেলার ৬টি ইউনিয়নের নারী ও পুরুষ গ্রাম পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের সেবা প্রদান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির নানা দিক তুলে ধরা হয়।