লাখাইয়ে তিনটি চোরাই গরু সহ চোর আটক, থানায় মামলা প্রক্রিয়াধীন
হবিগঞ্জের লাখাই উপজেলায় তিনটি চোরাই গরুসহ এক গরু চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। বুধবার (৯ মে) সকালে উপজেলার জিরুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
গরুর প্রকৃত মালিক মঞ্জুর আহমেদ জানান, তিনি প্রতিদিনের মতো তার বাড়ির দক্ষিণ পাশের হাওড়ে গরুগুলোকে ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দেন। বিকেলে হাওড়ে গিয়ে তিনি দেখতে পান তার দুটি গাভী ও একটি বাছুর নেই। কিছুক্ষণ পর খবর পান যে, জিরুন্ডা গ্রামের লোকজন তিনটি গরুসহ স্বজনগ্রামের তাজুল ইসলাম ওরফে তাজ মিয়ার ছেলে স্বপন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
খবর পেয়ে মঞ্জুর আহমেদ থানায় গিয়ে গরুগুলো শনাক্ত করেন এবং অভিযোগ দায়ের করেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই জামাল ও পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে জিরুন্ডা গ্রামের কবিরাজ বাড়ি এলাকা থেকে তিনটি চোরাই গরুসহ স্বপন মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। আটক স্বপনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”
তিনি আরও জানান, গরু চুরির ঘটনায় স্বপন মিয়াকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গরু চুরির সময় স্বপনের সঙ্গে থাকা অন্য সহযোগীরা পালিয়ে যায়।
আটক স্বপন মিয়াকে বুধবার হবিগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ওসি।