লাখাইয়ে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা আটক
হবিগঞ্জের লাখাই উপজেলায় ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগের করাব ইউনিয়ন সাধারন সম্পাদক শরীফ উদ্দীনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার বুল্লা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
লাখাই থানা সূত্রে জানা যায়, উপপরিদর্শক প্রনয় কুমার সরকার, বিপুল চন্দ্র দেবনাথ, মানিক সাহা ও এএসআই আনোয়ারুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে করাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মৃত ইব্রাহিম মিয়ার ছেলে শরীফ উদ্দীন (৪৮) কে গ্রেপ্তার করা হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, অভিযানের সময় শরীফ উদ্দীনকে গ্রেপ্তার করে থানায় আনা হয় এবং পরে শুক্রবার রাতেই তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়।
তিনি আরও জানান, ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি এবং ধরপাকড় চালানো হচ্ছে।