লাখাইয়ে ডাকাত রনি পুলিশের জালে
হবিগঞ্জের লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামের রনি মিয়া (১৯) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে।
বুধবার (৭ মে) লাখাই থানা পুলিশের উপপরিদর্শক আক্তারুজ্জামান এর নেতৃত্বে একদল পুলিশ বামৈ ইউনিয়নের ভাদিকারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
থানা সূত্রে জানা যায়, সম্প্রতি মোড়াকরি গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছিল। রনি মিয়া ঐ ঘটনার সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে লাখাই থানার ওসি মোঃ বন্দে আলী বলেন, “রনিকে গ্রেপ্তার করে ৭ মে বুধবার হবিগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।”
ট্যাগস :