লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত আটক
লাখাই উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত আটকের খবর পাওয়া গেছে। আটককৃতরা হলেন জাকারিয়া মিয়া ও সালমান মিয়া।
লাখাই থানা সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে পুলিশের উপপরিদর্শক শুভ বণিকের নেতৃত্বে একটি পুলিশ দল মোড়াকরি এলাকায় আঞ্চলিক মহাসড়কে রাত্রিকালীন টহল দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা মোড়াকরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। স্থানীয় জনতার সহযোগিতায় দেশীয় অস্ত্রসহ মোড়াকরি গ্রামের ছায়েদ মিয়ার ছেলে জাকারিয়া মিয়া (৩৮) ও আবিদ মিয়ার ছেলে সালমান মিয়া (২৫) কে আটক করা হয়।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার তাদের হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।