লাখাইয়ে টাকা আত্মসাৎ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ লাখ টাকা আত্মসাৎ মামলার পলাতক আসামি মোঃ ইসমাইলকে (৪৭) গ্রেপ্তার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামানের নেতৃত্বে বুল্লা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মোঃ ইসমাইল মোড়াকরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলীর মেয়ের জামাই ও জিরুন্ডা গ্রামের মৃত শামসুল ইসলামের ছেলে। তিনি লাখাই মহিলা দলের আহবায়ক পান্না আক্তার কর্তৃক দায়েরকৃত ১৫ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণা মামলার আসামি।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হবে।
খবরটি সংবাদের শিরোনামে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগণ পুলিশের এ ধরনের সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।