লাখাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
হবিগঞ্জের লাখাই উপজেলায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ এর সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মুহিতুল ইসলাম এর সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন-উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহাদুল ইসলাম, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বন্দে আলী, পজিব কর্মকর্তা কে এম আব্দুস শাহেদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা প্রনয় কান্তি মহালদার, প্রাথমিক ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা মো. জুলহাস কাজী, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহমেদ রুপন, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, লাখাই প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ, সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ, উপজেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামিম আহমেদ খান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা আমাদের প্রেরণার উৎস। এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে নিজেদের অবস্থান থেকে বৈষম্যহীন সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও অনুপম দাস অনুপ বলেন, “জনগণের ভালোবাসা অর্জনের মাধ্যমে, আগে নিজেকে সংশোধন করতে হবে, তারপর দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। আমাদের শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন।”
সভা শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মুশতাক আহমেদ এবং গীতা পাঠ করেন সহকারী শিক্ষা কর্মকর্তা প্রনয় কান্তি মহালদার।
পরিশেষে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লাখাই থানা জামে মসজিদের ইমাম মাওলানা মহিবুর রহমান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।