লাখাইয়ে জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে লাখাই উপজেলায় জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী প্রতিযোগিতায় উপজেলার ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।
বিকেলে প্রতিযোগিতা শেষে উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল জলিলের সভাপতিত্বে এবং মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সুস্থ দেহ, সুস্থ মন—গড়ে তুলবো ক্রীড়াঙ্গন”, এই প্রতিপাদ্যে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার প্রতি উৎসাহিত করেন। তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীরা আগামীর ভবিষ্যৎ। তাই লেখাপড়ার পাশাপাশি শরীর সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। যারা আজ বিজয়ী হয়েছে, অভিনন্দন জানাই। যারা হয়নি, তারা আগামীতে আরও ভালো করবে বলে আমি আশাবাদী।”
পরিশেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।