শিক্ষা মেধা বিকাশে বহুমুখী আয়োজন
লাখাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন

লাখাই উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী সভায় জাতীয় শিক্ষা সপ্তাহের সূচনা ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, স্কুল অ্যান্ড কলেজ, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তব্য রাখেন কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেব, রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতেশ কুমার চন্দ, বুল্লা সিংহগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল করিম, মোড়াকরি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, ভবানীপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক কাজল চন্দ্র জোয়ার্দার এবং তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম আলমসহ অন্যান্যরা।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন করা হবে। নির্বাচিত শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। পরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীরা জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
এছাড়াও উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করা হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্ধারিত ইভেন্টগুলোর মধ্যে রয়েছে, কেরাত, হামদ, নাত, বাংলা ও ইংরেজি রচনা প্রতিযোগিতা, ইংরেজি বক্তব্য, বাংলা কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, বিভিন্ন ধরনের সংগীত, নির্ধারিত বক্তৃতা, নৃত্য, তাত্ক্ষণিক অভিনয়সহ নানাবিধ সাংস্কৃতিক ও মেধাভিত্তিক আয়োজন।



















