লাখাইয়ে জাতীয় টাইফয়েড কনজুগেট বাস্তবায়নে দিনব্যাপী অরিয়েন্টেশন অনুষ্ঠিত
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় জাতীয় টাইফয়েড কনজুগেট বাস্তবায়নে এক দিনব্যাপী অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে ডা. কাজী শামসুল আরেফীনের সভাপতিত্বে এবং বিধান চন্দ্র সোমের পরিচালনায় এই অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অরিয়েন্টেশনে বিভিন্ন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন। এমটিইপিআই’র আতাউর রহমান প্রথমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন, আর এম ও ডাক্তার আব্দুল্লাহ আল মুক্তাদির ও উপজেলা পঃ পঃ কর্মকর্তা নাঈমুর রহমান পিয়াস জাতীয় টাইফয়েড কনজুগেট টিকাদান রেজিস্ট্রেশন পদ্ধতি, নিয়মাবলী ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
ডা. কাজী শামসুল আরেফীন জানান, লাখাই উপজেলার প্রায় ৭০ হাজার ৬ বছরের শিশু ও ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর ছাত্র-ছাত্রী এই টিকা গ্রহণের জন্য আবেদন করতে পারবে। শিশুদের ক্ষেত্রে জন্ম নিবন্ধনের ১৭ ডিজিটের ডিজিটাল সনদ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, আর মাধ্যমিক ও সমমানের শিক্ষার্থীরা ইমেইল ([email protected]) এর মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন।
তিনি সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের টিকা গ্রহণে সহযোগিতার জন্য আহ্বান জানান।
জাতীয় টাইফয়েড কনজুগেট প্রতিরোধ ভ্যাকসিন কার্যক্রম আগামী ১লা সেপ্টেম্বর থেকে শুরু হবে।