লাখাইয়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে লাখাইয়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) বালক ও বালিকা ফাইনাল খেলা সোমবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
লাখাই উপজেলার বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৪টায় বালক বিভাগের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় ২ নম্বর মোড়াকরি ইউনিয়ন দল এবং ৩ নম্বর মুড়িয়াউক ইউনিয়ন দল। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে মুড়িয়াউক ইউনিয়ন দল ১-০ গোলে জয়লাভ করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং তারুণ্যের উৎসব-২০২৫ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নাহিদা সুলতানা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, পজীব কর্মকর্তা কেএম আব্দুস শাহেদ, ২ নম্বর মোড়াকরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সাল, ৩ নম্বর মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নোমান মিয়া, বামৈ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ কামরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এহতেশামুল হক।
প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বিজয়ী দলের দলনেতার হাতে পুরস্কার তুলে দেন। খেলাটি স্থানীয় তরুণদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উৎসাহ সৃষ্টি করেছে।
এবারের তারুণ্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে আয়োজিত এই টুর্নামেন্ট তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের একটি বড় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।