লাখাইয়ে খুনের মামলায় জড়িত সন্দেহে এক আসামি আটক
হবিগঞ্জের লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামে সংঘর্ষের ঘটনায় নিহত আব্দুর রহমান ওরফে হৃদয় (২২) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক আসামিকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ এপ্রিল) জিরুন্ডা গ্রামে শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকা অবস্থায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রনয় কুমার সরকার ও সঙ্গীয় ফোর্স গ্রামটির মৃত ইমান আলীর ছেলে আব্দুল আহাদ (৫০)-কে আটক করেন। তাঁকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে লাখাই থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, “আটক আব্দুল আহাদ হৃদয় হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে। এ বিষয়ে খুনের মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর শুক্রবারই আব্দুল আহাদকে হবিগঞ্জ জেলা সদরের আদালতে সোপর্দ করা হয়েছে।
ট্যাগস :