লাখাইয়ে খুনের ঘটনায় প্রতিপক্ষের বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুরে বিপুল ক্ষয়ক্ষতি
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা গ্রামে খুনের ঘটনা কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, যার কারণে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২ এপ্রিল ঈদুল ফিতরের পরে জিরুন্ডা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশত লোক আহত হন। আহতদের মধ্যে আব্দুর রহমান (২২), যাকে হৃদয় নামে পরিচিত, ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই হত্যাকাণ্ডের পরেই সংঘর্ষের জেরে কয়েকদিন আগেও প্রায় অর্ধশত বাড়ি লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৬ টায় মুশতাক মিয়ার লোকজন প্রতিপক্ষ নজির মিয়ার পাকা বসতঘরে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করেন। এতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
নজির মিয়ার স্ত্রী জানান, “আমরা ঘুম থেকে উঠার আগেই মুশতাক মিয়ার লোকজন আমাদের পাকা বসতঘরে হামলা চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে।”
এ ঘটনায় লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী জানান, “ঘটনার সংবাদ পেয়ে আমি উপপরিদর্শক প্রনয় কুমার সরকারসহ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। আমরা প্রতিপক্ষের বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু দেশীয় অস্ত্র ও ভাঙচুরের হাতুড়ি উদ্ধার করি। এ সময় ঘটনাস্থল থেকে ৪ মহিলাকে আটক করা হয় এবং তাদের থানায় নিয়ে আসা হয়েছে।”
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশ পরবর্তী ঘটনা প্রতিরোধে এলাকার পুরুষ ও মহিলাদের সতর্ক করেছে।