লাখাইয়ে কাবিটা প্রকল্প কমিটির সভা অনুষ্ঠিত
লাখাইয়ে পানি উন্নয়ন বোর্ডের কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কাবিটা প্রকল্পের উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা। সঞ্চালনায় ছিলেন পানি উন্নয়ন বোর্ডের কাবিটা প্রকল্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব উপসহকারী প্রকৌশলী একরামুল হক।
সভায় আলোচনায় অংশ নেন কমিটির সদস্য ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব, কৃষক প্রতিনিধি বায়েজিদ মিয়া এবং থানা পুলিশের প্রতিনিধি উপপরিদর্শক আক্তারুজ্জামান।
সভায় বাঁধ মেরামত ও নদী/খাল পুনঃখনন প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে বুল্লা, বামৈ ও মোড়াকরি ইউনিয়নের ৯টি উপপ্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে প্রস্তাবিত স্কীমগুলো অনুমোদনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।